২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, ঢাকার শেরে বাংলা নগর, শ্যামলীতে অবস্থিত।
যক্ষা ও অন্যান্য বক্ষব্যাধি রোগের চিকিৎসা ব্যবস্থাপনায় এটি তৃতীয় স্তরের চিকিৎসা কেন্দ্র। যক্ষা রোগের চিকিৎসায় এটি সর্বোচ্চ সেবা দিয়ে থাকে। এছাড়াও ল্যাব টেকনিশিয়ান ও বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের ট্রেনিং ও গবেষনাকর্মে সহায়তা প্রদান করে টিবি হাসপাতাল।
১৯৬৩ সালে টিবি কন্ট্রোল প্রজেক্ট হিসাবে এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।১৯৭১ এর স্বাধীনতার পর পর এটি নামাঙ্কিত হয়- জাতীয় টিবি কন্ট্রোল প্রজেক্ট , শ্যামলী। তখন তেকে এটি টিবি রোগীদের পরীক্ষা নিরীক্ষা সহ এটি বহির্বিভাগ সেবা দিতো। ২০১৫ সালে নতুন একটি ৪ তলা ভবন নির্মান করে এর নামকরণ করা হয় ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল। ২০১৭ সালের জানুয়ারী মাসে এখানে অন্তর্বিভাগ সেবা উদ্বোধন করেন সম্মানিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক মন্ত্রী মোহম্মদ নাসিম। ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে শুরু হয় ১৫০ বেডের ইনডোর ভর্তি সুযোগ যেখানে ফ্রি বেড, পেয়িং বেড, কেবিন সংশ্লিষ্ট এবং ২৪ ঘন্টা ইমার্জেন্সি সেবা, অপারেশান থিয়েটার, থোরাসিক সার্জারি, জিন এক্সপার্ট টেস্ট এলপিএ, লিকুইড কালচার, স্পাইরোমেট্রি, ফাইবার অপটিক ব্রন্কোস্কোপ এবং ফ্লুরোস্কোপি ফর প্লুরাল বায়োপসির সুযোগ রয়েছে। যক্ষা এবং অন্যান্য বক্ষব্যাধি রোগের চিকিৎসায়- নিগেটিভ প্রেশার আইসিইউ, এইচডিইউ এন্ড এমডিআর,পুরুষ এবং মহিলা ওয়ার্ড এবং নিগেটিভ প্রেশার বায়োসেফটি লেভেল ৩ ল্যাবরেটরি কার্যক্রম চলমান রয়েছে।
সম্প্রতি হাসপাতালটিতে চালু হয়েছে নিগেটিভ প্রেশার এমডিআর পুরুষ ও মহিলা ওয়ার্ড। একই ছাদের নীচে যক্ষা ও বক্ষব্যাধি বিভিন্ন রোগের সেমরা চিকিৎসাসেবা নিশ্চিত করছে ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, শ্যামলী,ঢাকা। বহির্বিভাগে সেবা নিতে মাত্র ১০ টাকার টিকিটের বিনিময়ে রোগীরা এ সেবা পাচ্ছেন। বহির্বিভাগের কার্যক্রম সকাল ৮.৩০ মিনিচট শুরু হয়ে চলে দুপুর ২.৩০ পর্যন্ত এবং শুধু শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ দিন।
অ্যাজমা সেন্টারে রয়েছে হেলথ এডুকেশান রুম ফলে অ্যাজমা রোগীদের চিকিৎসায় সরাসরি বিভিন্ন দিক নির্দেশনা দেয় সহজতর হয়েছে। সেখান থেকে আ্যাজমা সংক্রান্ত বিভিন্ন হ্যান্ডবিল ও প্রকাশনা।
কোভিড সংক্রমনের সময়টিতে কোভিড রোগীদের আইসিইউ সেবা, নিগেটিভ প্রেশার আই সিইউ, কোভিড ১৯ আরটি পিসিআর টেস্ট সহ কোভিডের চিকিৎসায় সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করেছিল ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল।
ফ্রি বেড, পেয়িং বেড, কেবিন, গরিব মানুষের জন্য ৪০% ফ্রি বেড, স্বল্প ব্যায়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে এই হাসপাতালে।
মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনায় আতি শিগগীরই ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল চলমান ইসেবা থেকে স্মার্টসেবার দিকে এগিয়ে যাবে।